ঢাকাস্থ ভাসানচর কল্যাণ সমিতি, বরিশালের অভিষেক


আমরা মিলি প্রাণের স্পন্দনে প্রতিপাদ্য ধারণ করে ঢাকায় বসবাসরত বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ভাসানচরবাসীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় করার লক্ষ্যে এবং এলাকার আর্থসামাজিক উন্নয়নে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ছেলেমেয়ের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ও কৃষিকাজে সহায়তাকল্পে ইউনিয়নের স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার উন্নয়নকাজে সহায়তার পাশাপাশি সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখার প্রত্যয়ে ‘ঢাকাস্থ ভাসানচর কল্যাণ সমিতি, বরিশাল’ নামে একটি অরাজনৈতিক সামাজিক সংগঠনের যাত্রা হলো।
গতকাল ঢাকার সিগাল চাইনিজ অ্যান্ড থাই রেস্টুরেন্টে সংগঠনের প্রায় ২৭০ জন সদস্যের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা ২০২২-এর মধ্য দিয়ে সংগঠনটি যাত্রা করে। সভায় প্রধান পৃষ্ঠপোষক, ১০ সদস্যের উপদেষ্টা কমিটি ও সংগঠনের ২৯ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেয়া হয়।
ঢাকাস্থ ভাসানচর কল্যাণ সমিতি, বরিশালের এম আ রশিদকে সভাপতি, মো. আবুল কালাম আজাদকে কার্যকরী সভাপতি ও আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক করে ওই কমিটি গঠন করা হয়।
এইচকেআর
