মনপুরায় ইয়াসে ক্ষতিগ্রস্ত ৪ শত পরিবারের মাঝে রেডক্রিসেন্টের ত্রাণ বিতরণ


ভোলার মনপুরায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত ৪ শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরনণ করেছে ভোলা জেলা রেডক্রিসেন্ট ইউনিট। এর মধ্যে উপজেলার হাজিরহাট ইউনিয়নে ২ শত পরিবার ও ১ নং মনপুরা ইউনিয়নে ২ শত পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা সিপিপি কার্যালয়ের সামনে এই ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চিনি, চিড়া, বিশুদ্ধ পানি, সাবান, বিস্কুট, সার্জিকাল মাস্ক, স্যালাইন, ফুড প্যাকেজ, হাইজিন প্যাকেজ প্রভৃতি।
এই সময় অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা, ভোলা জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মোঃ আজিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়া, ইউনিট লেভেল অফিসার তরিকুল ইসলাম, উপজেলা সিপিপি টিম লিডার এরফান উল্যাহ অনি চৌধুরীসহ রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এমবি
