ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

সিরিয়া উপকূলে নৌকাডুবি ৭১ জনের মৃত্যু

সিরিয়া উপকূলে নৌকাডুবি ৭১ জনের মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সিরিয়ার উপকূলে নৌকা ডুবির ঘটনায় এখন পর্যন্ত ৭১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। 

জীবিত উদ্ধার করা ২০ জনকে সিরিয়ার তারতাস শহরের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতরা লেবান, সিরিয়া ও ফিলিস্তিনের নাগরিক। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তাদের ধারণা বৃহস্পতিবার ডুবে যাওয়া নৌকাটিতে ১২০-১৫০ জন যাত্রী ছিলেন।
তবে কেন এই দুর্ঘটনা ঘটেছে এখন তা পরিস্কার নয়, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

লেবানের ত্রিপলির নিকটবর্তী মিনেহ শহর থেকে নৌকাটি ছেড়ে আসে বলেই জানিয়েছে সিরিয়ার কর্তৃপক্ষ। তাদের ধারণা নৌকাটি ইউরোপের দিকে যাচ্ছিল। 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন