ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

দেশে ফেরার পথে লন্ডনে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি

দেশে ফেরার পথে লন্ডনে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই-কমিশনার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দেশে ফেরার পথে লন্ডনে যাত্রাবিরতি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় ভিভিআইপি ফ্লাইটে তিনি লন্ডনের স্ট্যানস্টিড বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই-কমিশনার সাঈদা মুনা তাসনিম। 

এর আগে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের সফর থেকে গতকাল রবিবার সন্ধ্যায় সাড়ে ৬টায় ওয়াশিংটন ডিসি ত্যাগ করেন প্রধানমন্ত্রী। 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশন এবং যুক্তরাজ্যের লন্ডনে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে গত ১৫ সেপ্টেম্বর সকালে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। প্রথমে তিনি লন্ডন সফর করেন। পরে লন্ডন থেকে নিউইয়র্ক যান প্রধানমন্ত্রী।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন