ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

ভারতে বিমান বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলট নিহত

ভারতে বিমান বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলট নিহত
ছবি: সংগৃহীত 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং এলাকায় দেশটির বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ওই হেলিকপ্টারের পাইলট নিহত হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম ‘এএনআই ’ও ‘এনডিটিভি’ প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চিতা নামের হেলিকপ্টারটি তাওয়াং এলাকায় বুধবার সকাল ১০টার দিকে বিধ্বস্ত হয়। এতে দুই পালট গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে দ্রুত স্থানীয় সামরিক হাসপাতালে নেওয়া হলে লেফটেন্যান্ট কর্নেল সৌরভ যাদভ নামের এক পাইলট চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত আরেক পাইলট এখনও চিকিৎসাধীন রয়েছেন।

তবে হেলিকপ্টার বিধ্বস্তের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সূত্র: এনডিটিভি


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন