ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

ইমরান খানকে গৃহবন্দী করার একটি পরিকল্পনা

ইমরান খানকে গৃহবন্দী করার একটি পরিকল্পনা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গৃহবন্দী করার একটি পরিকল্পনা তৈরি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। 

পরিকল্পনা অনুযায়ী, লংমার্চের ঘোষণার পর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে তার বানিগালার বাসভবনে গৃহবন্দী করার জন্য পুলিশকে অনুমতি দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার দেশটির প্রভাবশালী গণমাধ্যম ডন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পিটিআই প্রধানকে পাবলিক অর্ডিন্যান্স রক্ষণাবেক্ষণের অধীনে আটক করা হবে।

দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অধীনে জোট সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে একটি লংমার্চের জন্য চূড়ান্ত আহ্বানের জন্য দলীয় কর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন ইমরান খান। সম্প্রতি কিছু জেলায় পিটিআই সমর্থক ও নেতারা শপথ নিয়েছেন যে তারা ‘প্রকৃত স্বাধীনতা মিছিল’-এর জন্য সমস্ত ত্যাগ স্বীকার করবেন।

সূত্রের বরাত দিয়ে ডন জানিয়েছে, পিটিআই চেয়ারম্যান ইমরান খান খাইবার পাখতুনখোয়া বা পাঞ্জাব থেকে লংমার্চের যাত্রা শুরু করলে ইসলামাবাদে প্রবেশের আগে তাকে গ্রেফতারের জন্য সরকার একটি ‘প্ল্যান বি’ও প্রস্তুত করেছে। 

দক্ষিণ দিক থেকে রাজধানীতে প্রবেশের চেষ্টা করলে পিটিআই প্রধানকে রাওয়াত টি-ক্রস-এ গ্রেফতার করা হবে। তারা বলেছে, উত্তর-পশ্চিম দিক থেকে রাজধানীতে যাত্রা করার চেষ্টা করলে তাকে তরনোলে গ্রেফতার করতে পুলিশ মোতায়েন করা হবে।’

সূত্র: ডন।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন