ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

Motobad news

চাঁপাইনবাবগঞ্জে শেখ রাসেলের জন্মদিন পালিত

চাঁপাইনবাবগঞ্জে শেখ রাসেলের জন্মদিন পালিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

চাঁপাইনবাবগঞ্জে নানান কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯ তম জন্মদিন পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চ সংলগ্ন এলাকায় শেখ রাসেলের প্রতিকৃতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে ফেরদৌসী ইসলাম জেসি এমপি, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, সিভিল সার্জন, এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর, জেলা কারাগার, সড়ক ও জনপথ, গণপূর্ত বিভাগ, জেলা সমাজসেবা, উপজেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শিশুদের সাথে নিয়ে কেক কাটা হয়। শেষে বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আতোয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলী। অপরদিকে, জেলা ছাত্রলীগের উদ্যোগে পাঠানপাড়াস্থ দলীয় কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন