চরফ্যাসনে জমিয়াতের নবগঠিত কমিটিকে সংবর্ধনা


বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন চরফ্যাসন উপজেলা শাখার নবনির্বাচিত কমিটিকে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুচিয়ামোড়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার এবং চর আইচা হোসাইনিয়া দাখিল মাদ্রসা শিক্ষক কর্মচারী কর্তৃক বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে৷
বধবার (২ জুন) সকাল ১০টায় চর আইচা হোসাইনিয়া দাখিল মাদ্রাসা ও মঙ্গলবার (২ জুন) কুচিয়ামোড়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার হলরুমে শিক্ষক-কর্মচারীদের পক্ষে জামিয়াতুল মোদার্রেছীন এর নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও অত্র মাদরাসার সহকারী অধ্যাপক (ইংরেজি) কামরুজ্জামান এর আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অধ্যক্ষ আবু ইকবাল মোঃ ইসমাইল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাসন উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির সভাপতি ও হাজারীগঞ্জ হামিদীয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মঈনুদ্দীন, বিশেষ অতিথি ছিলেন, চরমাদ্রাজ ফাযিল মাদরাসার অধ্যক্ষ ও জমিয়তের সিনিয়র সহসভাপতি মোঃ নিজামুদ্দিন হুমায়ুন সরমান৷ এছাড়াও কমিটির অন্যান্য সদস্য ও মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন৷
এ ছাড়া চর আইচা হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সুপার সহ শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমবি
