ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

আমফানের চেয়েও ঘূর্ণিঝড় সিত্রাংয়ের গতি বেশি : মমতা

আমফানের চেয়েও ঘূর্ণিঝড় সিত্রাংয়ের গতি বেশি : মমতা
ফাইল ছবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব উপকূলে সর্বশক্তি দিয়ে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় সিত্রাং। কলকাতার আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪-২৫ অক্টোবর পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ লাগোয়া উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। আজ শুক্রবার এক এমনই পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে।

এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, ‘শুনেছি আমফানের চেয়েও ঘূর্ণিঝড় সিত্রাংয়ের গতি বেশি। ২০০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে। দিল্লি থেকে ফোন এসেছিল। আমরা সব ব্যবস্থা করেছি। প্রতিবারের মত এবারও কন্ট্রোল রুম থাকবে।’

এ নিয়ে নয়াদিল্লির আবহাওয়া বিভাগ জানিয়েছে, উত্তর আন্দামান সাগর, দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী শনিবার (২২ অক্টোবর) এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। আগামী রোবরাব (২৩ অক্টোবর) অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রথমে এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। পরে তা বাঁক নিয়ে উত্তর দিকে অগ্রসর হবে এবং আগামী সোমবার এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

এদিকে, সম্প্রতি মার্কিন আবহাওয়া গবেষণা সংস্থা সাইক্লোনের দাবি করে জানিয়েছে, বঙ্গোপসাগরে সুপার সাইক্লোন তৈরির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার নাগাদ তৈরি হতে পারে সুপার সাইক্লোন। ঘূর্ণিঝড় তৈরি হলে নাম হবে সিত্রাং। যার ঘণ্টায় হাওয়ার গতিবেগ হতে পারে ২২০-২৫০ কিলোমিটার। এর জেরে উপকূল লাগোয়া এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

আগামী সোমবার এ ঘূর্ণিঝড় আরও বাঁক নিয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলের কাছে চলে আসবে। এর জেরে উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে বইবে ঝড়ো হাওয়া। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৯০ কিলোমিটার। এরপর ঘূর্ণিঝড়ের অভিমুখ কোন দিকে যাবে তা আগামীতে পর্যালোচনা করে জানাবে কলকাতার আবহাওয়া দফতর।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস ও নিউজ১৮।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন