ঘূর্ণিঝড় সিত্রাং: উপকূল জুড়ে ঝড়ো বৃষ্টি


ভোলার মনপুরা উপকূলে ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে রাত থেকে ঝড়ো বৃষ্টি বইছে। মেঘনা উত্তাল ও ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলায় মনপুরার সাথে ভোলা ও ঢাকার যোগাযোগারে একমাত্র মাধ্যম নৌপথে সকল লঞ্চ সার্ভিস বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই উপকূলের দেড় লাখ বাসিন্দা।
সোমবার সকাল থেকে বৃষ্টি বেশি হওয়ায় মাঠ-ঘাট, উপজেলার রাস্তা, পুকুর-ডোবা সব পানিতে ডুবে গেছে। এছাড়াও মেঘনার পানি বৃদ্ধি পাওয়ায় মূল ভূ-খন্ডের বেড়ীর বাহিরে মেঘনার পানিতে তলিয়ে গেছে। তবে বৃষ্টির পানিতে মূল ভূখন্ডের ভিতরে সবখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
এদিকে ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে উপকূলে পানিতে উঠতে পারে ও নিরাপদে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য সিপিপি কর্মীরা ও উপজেলা প্রশাসনের লোকজন সোমবারে সকাল থেকে মাইকিং করছে। এছাড়াও স্থানীয় বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য মসজিদে মসজিদে মাইকিং করা হচ্ছে।
জানা যায়, ঘূর্ণিঝড়ের কারনে মনপুরা-ঢাকা রুটে চলাচলকারী লঞ্চ এমভি ফারহান ও এমভি তাসরিফ, মনপুরা- তজুমুদ্দিন রুটের লঞ্চ সার্ভিস এমভি রাতুল, মনপুরার জনতা থেকে চরফ্যাসনের বেতুয়া ঘাটে চলাচলকারী লঞ্চ, মনপুরা থেকে হাতিয়া, মনপুরা থেকে হাতিয়ার চেয়ারম্যান ঘাটে চলাচলকারীর ট্রলার সার্ভিস বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। এতে জেলা ও ঢাকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে দ্বীপ মনপুরা।
সকাল থেকে সরেজমিনে ঘুরে দেখা যায়, বাসিন্দাদের সর্তক করতে ও নিরাপদে আশ্রয়কেন্দ্র যেতে সিপিপি কর্মী ও উপজেলা প্রশাসনের লোকজন মাইকিং করছে। মেঘনায় ভাটা চললে পানি বিপদসীমার ওপর প্রবাহিত হতে দেখা গেছে। এতে সোনারচর, দাসের হাট, চরজ্ঞানের বেড়ীর বাহিরে নিমাঞ্চল ডুবে গেছে। এছাড়াও ইউএনও, ওসি ও ইউপি চেয়ারম্যানদের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিতে দেখা যায়। এছাড়াও বৃষ্টির পানিতে মাঠ-ঘাট, রাস্তা সবখানে জলাবদ্ধতা হতে দেখা গেছে।
এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৬০ টি স্কুল কাম সাইক্লোন সেন্টার খুলে দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। তিনি জানান, এই সমস্ত সাইক্লোন সেন্টারে খাবার ও পানির ব্যবস্থা করা হয়েছে।
ইউএনও জানান, মনপুরা থেকে বিচ্ছিন্ন সোনার চরে ৩ জন মহিষের বাতান ও একজন বন বিভাগের কর্মী রয়েছে। তাদের উদ্ধারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই ব্যাপারে বিআইডব্লিউটিএর ভোলা জেলা সহকারি পরিচালক জানান, ঘূর্ণীঝড় সিত্রাং এর কারনে মনপুরা নৌপথের সকল রুটের লঞ্চ ও সীট্রাক সার্ভিস বন্ধ রাখা হয়েছে।
এইচকেআর
