ঢাকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

Motobad news

সিত্রাংয়ের প্রভাবে আতঙ্কিত উপকূলবাসী

সিত্রাংয়ের প্রভাবে আতঙ্কিত উপকূলবাসী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বঙ্গপোসাগরে লঘু চাপের প্রভাবে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে জোয়ারের পানির চাপ বেড়ে যাওয়ায় বরগুনার উপকূলবাসী আতঙ্কে রয়েছে।

বেড়িবাঁধের বাহিরে বসবাসকারী কয়েক হাজার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

আজ সকাল ১০টায় জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলার ঝু্ঁকিতে থাকা লোকজনের জন্য ৬৪২ টি আশ্রয়ণ কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। 

পানি উন্নয়ন বোর্ডের সূত্রে জানাগেছে, ২৬টি পয়েন্টে ৯৪২০ কিঃ মিটার বেড়িবাঁধ ঝুঁকির মধ্য রয়েছে। জোয়ারে পানির চাপ বৃদ্ধি পেয়ে ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিপিপি, যুব রেড ক্রিন্ট এবং এনজিও সমূহসহ ৮ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তত রয়েছে। একাধিক ভ্রাম্যমাণ মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন