ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

ডার্টি বোমা নিয়ে নিরাপত্তা পরিষদে আলোচনা করতে চায় রাশিয়া

ডার্টি বোমা নিয়ে নিরাপত্তা পরিষদে আলোচনা করতে চায় রাশিয়া
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ইউক্রেন নিজ দেশে ডার্টি বোমা ব্যবহার করার পরিকল্পনা করছে- গত কয়েকদিন ধরে এমন দাবি করে আসছে রাশিয়া। এবার বিষয়টি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যাওয়ার কথা জানিয়েছে রাশিয়া। তারা বলেছে, মঙ্গলবার নিরাপত্তা পরিষদে ডার্টি বোমার বিষয়টি উত্থাপন করা হবে। 

সোমবার জাতিসংঘের কাছে ডার্টি বোমা নিয়ে নিজেদের অভিযোগের বিস্তারিত জানিয়ে চিঠি পাঠায় মস্কো। চিঠিতে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী দূত ভাসিলি নাবেনজিয়া জানান, মঙ্গলবার নিরাপত্তা পরিষদে বিষয়টি নিয়ে রুদ্ধদ্বার বৈঠক হবে।  

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার দূত জাতিসংঘের মহাসচিবের কাছে চিঠিতে বলেছেন, ইউক্রেনের ডার্টি বোমার বিষয়টি আমরা পারমাণবিক সন্ত্রাস হিসেবে বিবেচনা করব। ইউক্রেনকে তাদের এই ঝুঁকিপূর্ণ পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য করতে আমরা পশ্চিমা দেশগুলোর কাছে তাদের প্রভাব প্রয়োগের আহ্বান জানাই। ইউক্রেনের এমন পরিকল্পনা আন্তর্জাতিক শান্তি ও শৃঙ্খলা হুমকির মুখে ফেলছে।

সূত্র: দ্য গার্ডিয়ান


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন