ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম

সড়কে ঝড়ল বাইক চালকের প্রাণ 

সড়কে ঝড়ল বাইক চালকের প্রাণ 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল নগরীর  কাশিপুরে বাসের ধাক্কায় বাইক চালক নিহত হয়েছেন। বৃহস্প‌তিবার বিকেল ৩টার দি‌কে এই দুর্ঘটনা ঘ‌টে।

নিহত এবিএম জসিম উদ্দীন পটুয়াখালী জেলার টেলিখালি এলাকার বাসিন্দা এবং ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জসিম পটুয়াখালী থেকে মোটরসাইকেল করে ঢাকার উদ্দেশে রওনা দেন। পথমধ্যে ওই এলাকায় বিআরটিসি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ