ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

লেক ভিক্টোরিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিখোঁজ ১৭

লেক ভিক্টোরিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিখোঁজ ১৭
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

তানজানিয়ায় বুকোবা অঞ্চলের লেক ভিক্টোরিয়ায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বুকোবার বিমানবন্দরে অবতরণের চেষ্টাকালে বিমানটি ভিক্টোরিয়া লেকের পানিতে গিয়ে পড়ে।

বিমানটিতে ৩৯ জন যাত্রী ও ৪ জন ক্রু সহ মোট ৪৩ জন আরোহী ছিলেন। এরমধ্যে ২৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ১৭ জন নিখোঁজ রয়েছেন।

বিমানটির দুই পাইলট বেঁচে আছেন। তবে তারা ককপিটে আটকা পড়েছেন।

বিমানটি তানজানিয়ার রাজধানী দার ই সালাম থেকে উড্ডয়নের পর অতিবৃষ্টি ও ঝড়ের কবলে পড়ে। এরপর এটি ভিক্টোরিয়া লেকে আছড়ে পড়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবিতে দেখা যায়, লেকে আছড়ে পড়া বিমানটি প্রায় ডুবে গেছে। শুধুমাত্র বিমানটির সবুজ ও ধূসর রঙের লেজটি দেখা যাচ্ছিল।

 বিমান দুর্ঘটনার পর তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এক টুইটে তিনি বলেছেন, প্রিসিশন এয়ারের বিমান দুর্ঘটনার দুঃখজনক খবর জানতে পেরেছি আমি। এ মুহূর্তে শান্ত থাকতে হবে এবং যখন উদ্ধারকাজ চলছে আমাদের সকলকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে।

প্রিসিশন এয়ার তানজানিয়ার বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা এবং আংশিকভাবে কেনিয়া এয়ারওয়েজের মালিকানাধীন। এটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং অভ্যন্তরীণ ও আঞ্চলিক ফ্লাইট পরিচালনা করে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন