ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫

Motobad news

ভোলায় বন উজাড়ে বাধা দেওয়ায় রেঞ্জ কর্মকর্তাকে মারধর

ভোলায় বন উজাড়ে বাধা দেওয়ায় রেঞ্জ কর্মকর্তাকে মারধর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নে চর তারুয়া দ্বীপে সংরক্ষিত বনাঞ্চলের গাছ কাটতে বাঁধা দেওয়ায় রেঞ্জ কর্মকর্তার ওপর হামলা ও মারধর করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে ঢালচর লঞ্চঘাট এলাকায় এ হমালার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত রেঞ্জ কর্মকর্তা চন্দ্র শেখর ঢালচর থেকে চরফ্যাশনে চলে আসলেও পরবর্তীতে পুনরায় তিনি ওই চরে ফিরে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢালচরে সংরক্ষিত বনের ২৫ থেকে ৩০ একর ভূমির কয়েক হাজার গাছ এক্সকাভেটর (মাটিকাটার যন্ত্র) দিয়ে উপড়ে ফেলেছে চক্রটি।


বৃহস্পতিবার সকালে সদ্য যোগদান করা ঢালচর রেঞ্জ কর্মকর্তা চন্দ্র শেখর বন দেখার জন্য তারুয়ার গহীন বনে গিয়ে দেখতে পায় স্থানীয় একটি চক্র এক্সকাভেটর দিয়ে বিশাল যায়গা জুড়ে গাছ ওপরে ফেলছে। এসময় তিনি তাদেরকে সংরক্ষিত বন ধ্বংস করতে নিষেধ করেন। কিন্তু তাঁর কথা না শুনে তাঁরা গাছ কাটা চালিয়ে যায়। এক পর্যায়ে শাজাহান নামের একজন ওই কর্মকর্তার ওপর হামলা চালায়। এমনকি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। পরে রেঞ্জ কর্মকর্তা সেখান থেকে চলে এসে দুপুরের দিকে চরফ্যাশন যাওয়ার উদ্দেশ্যে ঢালচর লঞ্চঘাটে আসলে ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোস্তফা কমান্ডারের নেতৃত্বে বন ধ্বংশ করা চক্রটি চারদিক থেকে রেঞ্জ কর্মকর্তাকে ঘিরে ফেলে। এক পর্যায়ে ইউনিয়নের চেয়ারম্যান সালাম হাওলাদারের ভাতিজা রাকিব রেঞ্জ কর্মকর্তাকে পেছন থেকে কিলঘুষি মেরে লাঞ্চিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে লঞ্চঘাট পর্যন্ত দিয়ে আসে। 
    
এ ব্যাপারে ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুস সালাম হাওলাদার তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে জানান, তাঁর কাছে ঘটনাস্থল থেকে ফোনে জানানো হয়েছে স্থানীয়রা ঘেওয়া গাছের ডাল কাটতে ছিল। এসময় রেঞ্জ কর্মকর্তা সেখানে গিয়ে এদেরকে থাপ্পর দিলে সেখানে থাকা লোকজন তাঁর সাথে খারাপ ব্যবহার করে। পরে স্থানীয় ইউপি সদস্য মোস্তফা কমান্ডার গিয়ে লোকজনকে সেখান থেকে সরিয়ে দিয়ে বিষয়টি মীমাংসা করে দেয়।

ভোলার বিভাগীয় বন কর্মকর্তা এসএম কায়চার জানান, বিষয়টি ভোলা জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আগামী দুই এক দিনের মধ্যে বন ধ্বংস করার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সেখানে থাকা এক্সকাভেটর অপসারণের পাশাপাশি দোষীদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়া হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন