ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

ইমরান খানকে হত্যাচেষ্টার মামলা নিতে লাগল ৪ দিন!

ইমরান খানকে হত্যাচেষ্টার মামলা নিতে লাগল ৪ দিন!
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

হত্যাচেষ্টার মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করতে না পারায়, সর্বোচ্চ আদালতে যাওয়ার হুমকি দিয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান। অবশেষে ওই ঘটনায় মামলা হয়েছে।

সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডস জানিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে এফআইআর (মামলা) নথিভুক্ত করতে হাইকোর্টের নির্দেশনার পর ইমরান খানের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ৪ দিনের মাথায় ৭ নভেম্বর উপপরিদর্শক আমির শাহজাদের অভিযোগের ভিত্তিতে সন্ত্রাসবিরোধী আইনের ৭ ধারা এবং পাকিস্তান দণ্ডবিধির ৩০২, ৩২৪ এবং ৪৪০ ধারার অধীনে মামলা করা হয়। মামলায় আটক সন্দেহভাজন নাভিদকে প্রধান আসামি করা হয়েছে।

তবে, পিটিআই'র পক্ষ থেকে অব্যাহত চাপ সত্ত্বেও মামলায় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল ফয়সাল নাসিরের নাম উল্লেখ করা হয়নি। পিটিআই চেয়ারম্যান, তাকে হত্যাচেষ্টার ষড়যন্ত্রের অভিযোগে ওই তিনজনকেই অভিযুক্ত করেছিলেন।

গত ৩ নভেম্বর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদ এলাকায় লংমার্চের জনসভায় বন্দুক হামলার শিকার হন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এতে পায়ে গুলিবিদ্ধ হন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। হামলায় একজন নিহতসহ অন্তত আরও ১৪ জন আহত হন।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন