ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলিতে নিহত ৩

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলিতে নিহত ৩
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন। সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সন্দেহভাজন হামলাকারী এখনও পলাতক রয়েছে বলে রিপোর্টে বলা হয়েছে। শিক্ষার্থীদেরকে নিরাপদ স্থানে অবস্থান করতে সতর্ক করা হয়েছে। এক টুইট বার্তায় বিশ্ববিদ্যালয়টির জরুরি ব্যবস্থাপনা অফিস জানায়, স্থানীয় সময় রোববার রাত ১০ টা ৩০ মিনিট নাগাদ প্রাথমিকভাবে কালব্রেথ রোডে পার্কিং গ্যারেজে গুলির ঘটনা রিপোর্ট করা হয়। 

এক ইমেইল বার্তায় বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট বলেন, গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হওয়ার খবরে আমার হৃদয় ভেঙে গেছে। আহত দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে নিহতদের পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি।

তবে সোমবার এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জিম রায়ান বলেন, সন্দেহভাজন হামলাকারী একজন স্কুল শিক্ষার্থী। এই নিয়ে দেশটির পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীর নাম ক্রিসটোফার ডারনেল জোনস, তার কাছে এখনো অস্ত্র আছে বলে ধারণা করা হচ্ছে। 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন