ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Motobad news

পাথরঘাটায় ২ ব্যাবসায়ীকে জরিমানা

পাথরঘাটায় ২ ব্যাবসায়ীকে জরিমানা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযান চালিয়ে বরগুনার পাথরঘাটায় দুই ব্যাবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে পাথরঘাটা পৌর শহরের পূর্ব বাজার এলাকায় এ জরিমানা করেন ভোক্তা অধিকার বরগুনা অঞ্চলের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস।

এ সময় মেসার্স মামুন এন্ড বাণিজ্য ভান্ডারের মালিক আব্দুস ছালাম শরীফকে ২ হাজার এবং মেসার্স মল্লিক স্টোরের পরিচালককে ৪ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান পরিচালনাকালিন সময় বিপুল বিশ্বাস জানান, সরকারী নিয়ম অনুযায়ী পাথরঘাটা পৌর শহরের বাজারে মেসার্স মামুন এন্ড বাণিজ্য ভান্ডারে মেয়াদ উতীর্ণ পণ্য রাখায় ২ হাজার টাকা এবং মেসার্স মল্লিক স্টোরে ডিজেল (কেরোসিন তেল) এ মাপে কম দেয়ায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছারাও ভোক্তা অধিকার আইন সম্পর্কে কাউন্সিলিং করা হয় যাতে এ আইন সম্পর্কে সকল ব্যাবসায়ীর ধারণা থাকে। তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন