ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

Motobad news

মিয়ানমার সীমান্তে বিস্ফোরণ, উড়ে গেছে বাংলাদেশি তরুণের পা

মিয়ানমার সীমান্তে বিস্ফোরণ, উড়ে গেছে বাংলাদেশি তরুণের পা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মো. বেলাল (৩৭) নামে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার নম্বর ৪৬ ও ৪৭-এর মধ্যবর্তী ফুলতলীর ওপারে মিয়ানমার অংশে এ বিস্ফোরণ ঘটে।

নাইক্ষ্যংছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, আহত ব্যক্তিকে ঘটনার পরপরই কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা জসীম উদ্দিন জানান, আহত মো. বেলাল কক্সবাজার জেলার রামু উপজেলাধীন পূর্ব হাজিরপাড়া এলাকার বাসিন্দা।

এর আগে ইয়াবা পাচারকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)  এক অভিযানে হাতেনাতে আটক হয়ে কারাগারে ছিলেন তিনি। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পর গরু পাচার করতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন।

সীমান্তসংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রগুলো জানায়, জিরো লাইন থেকে মিয়ানমারের কয়েক কিলোমিটার ভেতরে এই স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, মিয়ানমার থেকে গরু পাচার করে নিয়ে আসার পথে তিনি বিস্ফোরণের শিকার হন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন