ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

বড়শিতে উঠল ৩০ কেজির গোল্ডফিশ

বড়শিতে উঠল ৩০ কেজির গোল্ডফিশ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

এক ব্রিটিশ মৎস্য শিকারির বড়শিতে ধরা পড়েছে বিশাল আকৃতির গোল্ডফিশ। মাছটির ওজন সাড়ে ৩০ কেজি।

ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, ফ্রান্সের ব্লুওয়াটার লেকে মাছ ধরার সময় ব্রিটিশ নাগরিক এন্ড্রি হ্যাকেটের বড়শিতে এ মাছটি ধরা পড়ে। যা এ যাবৎকালে ধরা পড়া সবচেয়ে বড় গোল্ডফিশ।

মাছটির ওজন ৬৭ পাউন্ড ৪ আউন্স। কমলা রঙের এ কার্পজাতীয় মাছটি ক্যারট নামেও পরিচিত। গোল্ডফিশটি ধরার মধ্য দিয়ে ব্রিটিশ এ ব্যক্তি বিশ্বরেকর্ড করলেন।

এর আগে সবচেয়ে বড় মাছটির ওজন ছিল ৩০ পাউন্ড (১৩.৬ কেজি)। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের মিনেসোটায় জেসন ফুগেট নামে এক ব্যক্তি ধরেছিলেন ওই গোল্ডফিশটি।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন