ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

মনপুরায় খেলতে গিয়ে বজ্রপাতে দুই স্কুল ছাত্র আহত

মনপুরায় খেলতে গিয়ে বজ্রপাতে দুই স্কুল ছাত্র আহত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার মনপুরায় বাড়ির সামনে খেলতে গিয়ে বজ্রপাতে  দুই স্কুল ছাত্র গুরুত্বর আহত হয়েছে। পরে স্হানীয়রা আহত দুই ছাত্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন । শনিবার বিকেল ৪ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা কাঞ্চনের বাড়িতে এই ঘটনা ঘটে। 

বজ্রপাতে আহত দুই ছাত্র হলেন, গোমাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র ও চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা কাঞ্চনের ছেলে আল-আমিন (১০) ও কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র ও কলাতলী চরের বাসিন্দা মোঃ আলমের ছেলে ফাহিম (১২)। দুই জন সর্ম্পকে চাচাতো ভাই। 

আল-আমিনের পিতা কাঞ্চন জানান, আমার ভাইয়ের ছেলে ফাহিম কলাতলীচর থেকে বাড়িতে বেড়াতে আসে। বিকেল বেলায় বৃষ্টিতে বাড়ির উঠানে দুইজন ফুটবল খেলছিল। এই সময় বজ্রপাতের আঘাতে দুই জন জ্ঞান হারিয়ে ফেলে। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাইম হাসনাত জানান, বজ্রপাতের আঘাতে আহত দুই জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এদের মধ্যে আল-আমিনরে অবস্থা গুরুত্বর।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন