ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

Motobad news

 বিজয় দিবস উপলক্ষে ৫৯ বিজিবি'র বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান 

 বিজয় দিবস উপলক্ষে ৫৯ বিজিবি'র বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৬ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটলিয়ন ক্যাম্পে অসহায় দরিদ্র খেটে খাওয়া দিনমজুর মানুষদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসাসেবা প্রদান করা হয়। 


এ সময় অধিনায়ক লেঃ কর্নেল মো. আমীর হোসেন মোল্লা, পিএসসি কর্তৃক নিজস্ব ব্যবস্থাপনায় ৫০ জন গরিব ও দুঃস্থ শীর্তাতের মাঝে কম্বল এবং বিভিন্ন বয়সী ২৩১ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জ (৫৯ বিজিবি) ব্যাটলিয়নের এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আমীর হোসেন মোল্লা।

এ সময় বিজিবি অধিনায়ক বলেন, দেশের সীমান্ত রক্ষা ছাড়াও জনসাধারণের যেকোনো সংকটময় পরিস্থিতিতে বিজবি সবসময়ই মানবিক হিসেবে কাজ করেছে। 

এরই ধারাবাহিকতায় মহান বিজয় দিবস উপলক্ষে জেলার অসহায় দরিদ্র খেটে-খাওয়া দিনমজুর শ্রেণির মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে। যাতে এই শীতে শীতার্তদের মাঝেও একটু উষ্ণতা ছড়িয়ে যায়। 

এছাড়াও গরিব অসহায় দরিদ্র রোগীদের মাঝে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। বেসামরিক মেডিকেল অফিসার জনাব ফুয়াদ কবির ও ০৪ জন মেডিকেল সহকারীর সমন্বয়ে ব্যাটালিয়ন সদরের সম্মুখে মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন