ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

Motobad news

পাথরঘাটায় হরিণ উদ্ধার

পাথরঘাটায় হরিণ উদ্ধার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার পাথরঘাটায় একটি হরিণ উদ্ধার করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরের দিকে পাথরঘাটার চরদুয়ানী বাজারের পশ্চিম দিকে তাফালবাড়িয়া গ্রামে জমাদ্দার বাড়ি সংলগ্ন সড়ক থেকে হরিণটিকে উদ্ধার করা হয়।
 
বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, দুপুরের দিকে পাথরঘাটার চরদুয়ানী বাজেরর পশ্চিম দিকের গ্রাম জমাদ্দার বাড়ি সংলগ্ন একটি সড়ক থেকে ওই হরিণটি দেখতে পান স্থানীয়রা। পরে গ্রাম পুলিশ সদস্য লতিফ চৌকিদার, কায়সার কাজীসহ উপস্থিত লোকজন চরদুয়ানী বিট অফিসে খবর দেন। এরপর ওই অফিসের বনকর্মীরা হরিণটি উদ্ধার করে তাদের হেফাজতে নেন।  

হরিণটি সুন্দরবন পূর্ব বন বিভাগের মাধ্যমে অবমুক্ত করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

পাথরঘাটার একটি চিহ্নিত চক্র দীর্ঘদিন ধরে সুন্দরবন থেকে হরিণ পাচার করে আসছে। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত হরিণটি ওই চক্রের কবল থেকে পালিয়ে এসে থাকতে পারে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন