ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

Motobad news

বরগুনায় দেয়াল ধসে প্রাণ গেল শিশুর

বরগুনায় দেয়াল ধসে প্রাণ গেল শিশুর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনায় জরাজীর্ণ একটি ভবনের দেয়াল ধসে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। পৌরশহরের ধানসিঁড়ি সড়কে বুধবার রাতে এ ঘটনা ঘটে। নিহত শিশু আতিকুর রহমান বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের সাদিকুর রহমানের ছেলে।

স্বজন ও স্থানীয়রা জানান, ধানসিঁড়ি সড়কে নানাবাড়িতে মায়ের সঙ্গে বেড়াতে গিয়েছিল আতিকুর রহমান। বুধবার রাত ৮ টার দিকে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল সে। একপর্যায়ে ওই বাড়ির জরাজীর্ণ ভবনের একটি দেয়াল বেয়ে উঠতে যায় আতিকুর। এ সময় দেয়াল ভেঙে নিচে চাপা পড়ে সে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। শিশুটির মরদেহ মর্গে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ বিষয়ে  লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন