ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

Motobad news

ভোলায় ডুবে যাওয়া তেলবাহী জাহাজ ৭ দিন পর উদ্ধার

ভোলায় ডুবে যাওয়া তেলবাহী জাহাজ ৭ দিন পর উদ্ধার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার মেঘনা নদীতে ডুবে যাওয়ার সাত দিন পর তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২ উদ্ধার করা হয়েছে। রবিবার (১ জানুয়ারি) সকালে জাহাজটি উদ্ধার করতে সক্ষম হয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ), মালিকপক্ষ ও কোস্টগার্ডের ৫৫ সদস্যের একটি দল।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিটিএয়ের যুগ্ম পরিচালক মো. আবদুস সালাম।

তিনি জানান, জাহাজটিকে উদ্ধারে হুমায়ারা ও জোহুর নামে দুটি উদ্ধারকারী জাহাজ অংশ নেয়। পানির ৪০ ফুট গভীর থেকে জাহাজটিকে ওপরে তোলা হয়েছে। এটি এখন দৃশ্যমান অবস্থায় রয়েছে। উদ্ধারের পর জাহাজ থেকে তেল অপসারনের কাজ করা হচ্ছে। ‍


বিআইডব্লিউটিএয়ের যুগ্ম পরিচালক আবদুস সালাম বলেন, ‘ঘন কুয়াশা এবং জোয়ার-ভাটার কারণে উদ্ধার অভিযানে বিঘ্ন ঘটলেও এটি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। বিকালের মধ্যে উদ্ধার অভিযান পুরোপুরি শেষ হবে এবং ডকইয়ার্ডে পাঠানো হবে।‘

কোস্টগার্ড গার্ডের জোনাল ক্যাপ্টেন সায়েদ সাত্তার বলেন, ‘জাহাজের নিরাপত্তা এবং পরিবেশ দূষণ থেকে রক্ষায় কোস্টগার্ড দক্ষিণ জোনের টিম সার্বক্ষণিক কাজ করছে।’ 

শনিবার (২৪ ডিসেম্বর) সাড়ে ১১ লাখ লিটার তেল নিয়ে চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে জাহাজ এমভি সাগরনন্দিনী-২। রবিবার ভোরে ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের তুলাতুলি-সংলগ্ন মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে সেটি অন্য এক জাহাজের সঙ্গে ধাক্কা খায়। এতে জাহাজের তলা ফেটে মুহূর্তেই মেঘনায় তেল ছড়িয়ে পড়তে শুরু করে।

মৎস্য ও পরিবেশ বিশেষজ্ঞদের মতে, মেঘনায় জাহাজটি ডুবে যাওয়ার পর ছড়ানো তেল পরিবেশের ক্ষতি যা করার করে ফেলেছে। নদীর তেল ছড়িয়ে পড়বে সাগরে। এ ক্ষতির প্রভাব হয়তো আরও কিছুদিন পর বোঝা যাবে। ইলিশসহ অন্যান্য মাছের উৎপাদনে এটি প্রভাব ফেলতে পারে। প্রভাব ফেলবে নদীর জীববৈচিত্র্যেও। এ ছাড়া সাগরে যাওয়ার পর সেটি আরও বিস্তৃতভাবে ছড়িয়ে পড়বে। এর ফলে নদী ও সাগরের বাস্তুসংস্থানে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে।

মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ বলেন, ‘নদীতে ছড়িয়ে পড়া তেল সাগরে গিয়ে পড়বে। এর ফলে সামনের মৌসুমে ইলিশসহ অন্যান্য মাছের প্রজননে প্রভাব পড়বে। একই সঙ্গে নদী ও সাগরের বাস্তুসংস্থানে প্রভাব ফেলবে। তা ছাড়া জেলেদের স্বাস্থ্যেও নেতিবাচক প্রভাব পড়ার তীব্র আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, ‘এর আগেও বঙ্গোপসাগরে তেলবাহী জাহাজডুবির ঘটনা ঘটেছে। এর ফলে ব্যাপক ক্ষতি হয়েছে জলজ পরিবেশের। সরকারের উচিত জাহাজ কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া। একই সঙ্গে জাহাজডুবির কারণগুলো অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। বহির্বিশ্বেও এ ঘটনাটা প্রচার হবে। এতে দেশের ভাবমূর্তিতে প্রভাব পড়বে।’


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন