ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

Motobad news

বরগুনায় ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচীকে ঘিরে উত্তেজনা

বরগুনায় ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচীকে ঘিরে উত্তেজনা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বরগুনায় দুই গ্রুপের পাল্টাপাল্টি কমসূচী ঘিরে শহরে উত্তেজনা  বিরাজ করার আশঙ্খায় অপ্রতিকর পরিস্থিতি নিয়ন্ত্রনে নির্বাহী ম্যজিস্ট্রেট সহ শহরে বিপুল সংখ্যক ও ডিবি পুলিশ  মোতায়ন ছিল।  

বৃহস্পতিবার সকালে জেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ  সম্পাদক তৌশিকুর রহমান ইমরানের নেতৃত্বে সদর উপজেলা পরিষদ থেকে হাতি, বাদকদল সহ বর্ণাঢ্য আনন্দ র‌্যালি শুরু হয়। 

অন্যদিকে পদবঞ্চিত ছাত্রলীগ নেতা সবুজ মোল্লা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সাগরের নেতৃত্বে শহরের শাহাপট্টিতে আলাদা কর্মসূচী শুরু হয়। 

তাঁরা শহরের বিভিন্ন সড়কে মিছিল করতে থাকে। এ সময় নতুন কমিটির আনন্দ র‌্যালি বরগুনা প্রেসক্লাবের সামনে শেষ হয়। নির্বাহী ম্যজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে সংক্ষিপ্ত সমাবেশ অনেুষ্ঠিত হয়।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন