ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

Motobad news

দৌলতখানে বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ 

দৌলতখানে বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার দৌলতখানে তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন। ভোগান্তি পোহাতে হচ্ছে কর্মজীবি  ও দরিদ্র  মানুষকে। শীতজনিত  জনিত রোগে আক্রান্ত  হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু-বৃদ্ধসহ নানা বয়সী মানুষ। কোল্ড ডায়রিয়া,  জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে।  

গত এক সপ্তাহে শীতজনিত রোগে আক্রান্ত  হয়ে ১০০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা  নিয়েছে। এর মধ্যে  শিশু রোগীর সংখ্যা বেশি। উপজেলার  সৈয়দপুর  ইউনিয়নের চরশুভী গ্রামের  ফেরদাউস বেগমের ২ বছেরের শিশু ইশরাত  ডায়রিয়ায় আক্রান্ত হলে ভর্তি করেন দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে । 

২ দিন ধরে হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছে। ফেরদাউস বেগম বলেন, 'ঠাণ্ডায় সর্দি- কাশির পর ডায়রিয়া দেখা দিলে হাসপাতালে ভর্তি করি। এখন আগের চেয়ে ভালো।' কলাকোপা গ্রামের শিরিনা বেগমের ১৬ মাস বয়সের শিশু সিয়াম ঠাণ্ডাজনিত কারণে ডায়রিয়ায় আক্রান্ত ।

শিরিনা বেগম জানায়, 'পল্লী চিকিৎসকের পরামর্শে ওষুধ খাইয়েছি। অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করেছি।' হাজীপুর চরের বাসিন্দা  সালাউদ্দিন ডায়রিয়ায় আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি করে স্বজনরা।

বুধবার সরেজমিনে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, শীতজনিত রোগে আক্রান্ত হয়ে শিশু -বৃদ্ধ সহ নানা বয়সের মানুষের হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।  

দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আকিক আনোয়ার বলেন,, 'শীতে সব বয়সের মানুষ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। তবে কোল্ড ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। আমরা সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছি।'


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন