ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

Motobad news

বরগুনার সাবেক সংসদ সদস্য দেলোয়ার হোসেন আর নেই

বরগুনার সাবেক সংসদ সদস্য দেলোয়ার হোসেন আর নেই
বীর মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন। ফাইল ছবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) বীর মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন (৬৮) মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তাঁর পরিবারে স্ত্রী এবং এক কন্যা সন্তান রয়েছে। অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

মো. দেলোয়ার হোসেন বরগুনা জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান, বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি, বরগুনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সদর উপজেলার ৫ নম্বর আয়লা পতাকাটা ইউনিয়নে দুবার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন