ঢাকা রবিবার, ১৩ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম

বরগুনায় পাসপোর্ট অফিসে অভিযান, ৪ দালাল আটক

বরগুনায় পাসপোর্ট অফিসে অভিযান, ৪ দালাল আটক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনা জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনের দোকানে বিশেষ অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

রোববার (১৫ জানুয়ারি) বিকেল পৌনে তিনটার দিকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল তাদের আটক করে।

আটকরা হলেন, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার হদুয়া গ্রামের বাসিন্দা মিরাজ মোল্লা (৩৫), পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের মাদারতলী গ্রামের জাকির হোসেন, সদরের লাকুরতলা গ্রামের তারিকুল ইসলাম ও পৌর শহেরর বালিকা বিদ‍্যালয় সড়কের বিজন কুমার ঘোষ।

জেলা গোয়েন্দা শাখার অফিসার্স ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম খান জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাসপোর্ট দালাল নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ