ঢাকা রবিবার, ১৩ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম

পাথরঘাটায় আগুনে পুড়ে দগ্ধ স্কুল শিক্ষার্থী

পাথরঘাটায় আগুনে পুড়ে দগ্ধ স্কুল শিক্ষার্থী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পাথরঘাটায় মোসাঃ ফারজানা (৮)নামে এক স্কুল শিক্ষার্থী আগুনে পুড়ে দগ্ধ হয়েছে। আজ সোমবার দুপুরের দিকে উপজেলার  লাকুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

ফারজানা আক্তার উপজেলার কালমেঘা ইউনিয়নের পূর্ব লাকুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী ও একই এলাকার ফারুক খানের মেয়ে। 

প্রত্যেক্ষদর্শীরা জানান, স্কুল মাঠের এক কোনে ময়লা আবর্জনা পোড়ানোর জন্য সকালে আগুন দেয়া স্কুল কতৃপক্ষ। ঐ শিক্ষার্থী আগুনের কাছে গেলে তাঁর শীতের পোশাকে আগুন ধরে যায়। পরে স্থানীয় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মী ফয়সাল দেখতেপেয়ে ফারজানাকে উদ্ধার করে পুকুরে লাফ দেয়।

স্কুলের প্রধান শিক্ষিকা সালমা আক্তার জানান, দ্বিতীয় শ্রেনী ছুটি হয়েছে বেলা সাড়ে ১১ টার দিকে। তবে ফারজানা বাড়ীতে না গিয়ে স্কুল মাঠে খেলা করে। দ্বিতীয় সিফট বারোটায় শুরু হলে আমরা ক্লাস রুমে ঢুকে যাই। কিছুক্ষণ পর ডাক চিৎকার শুনে সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা নিচে নেমে ফারজানার শরীরে আগুন জ্বলতে দেখি। 

তাৎক্ষণিক ভাবে কমিনিউটি ক্লিনিকের ফয়সাল ফারজানাকে নিয়ে পুকুরের পানিতে ঝাপ দেয়। পরবর্তীতে দগ্ধ ফারজানাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে চিকিৎসকের পরামর্শে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে রওয়ানা দিয়েছি।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইফুল হাসান জানান, ফারজানার শরীরের ৭২ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

  
 


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ