ঢাকা বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় স্কুল একাডেমিক ভবন ও রিভার্স অসমোসিস প্লান্ট উদ্বোধন

 মঠবাড়িয়ায় স্কুল একাডেমিক ভবন ও রিভার্স অসমোসিস প্লান্ট উদ্বোধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সরকারী হিসাব সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর- ৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ মো. রুস্তুম আলী ফরাজী মঙ্গলবার দুপুরে পিরোজপুরের মঠবাড়িয়ার মিরুখালী স্কুল এন্ড কলেজে নতুন একাডেমিক ভবন ও রিভার্স অসমোসিস প্লান্ট আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। পরে মিরুখালী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আলোচন সভা অনুষ্ঠিত হয়।

এতে মিরুখালী স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মো. আলমগীর হোসেন খান এর সভাপতিত্বে  ও আইসিটি শিক্ষক মো. পারভেজ তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মিরুখালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি আবু হানিফ খান, ডা. রুস্তুম আলী ফরাজী কলেজের সহকারী অধ্যাপক মো. মোতালেব হোসেন, মিরুখালী স্কুল এন্ড কলেজের শিক্ষক একেএস শাকিল আহমেদ, মিরুখালী ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. লাভলু তালুকদার, দাউদখালী ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. শহীদ সরদার ও শিক্ষার্থী সৌমিত দাস অর্ঘ্য প্রমূখ।

জানা গেছে, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের আওতায় উর্দ্ধমূখী সম্প্রসারণের অংশ হিসেবে ২০২১ -২০ অর্থ বছরে ১ কোটি ১ লাখ টাকা ব্যায়ে রফিকুল ইসলাম রিপন জমাদ্দার ৪ তলা ভবনের নির্মাণ কাজ শুরু করেন। সম্প্রতি আধুনিক এ উর্দ্ধমূখী সম্প্রসারণ ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ডাঃ মো. রুস্তুম আলী ফরাজী বলেন , বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থাকে দিনদিন আধুনিকায়ন করেছেন। তিনি শিক্ষক ও অভিভাবকদেও উদ্যেশ্যে বলেন, আজকের শিশু-কিশোর আগামী দিনের ভবিষ্যৎ্ এদরকে আদর্শ মানুষের মতো তৈরী করতে কোন প্রকার কার্পণ্য করা যাবে না।


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন