ঢাকা বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

Motobad news

ইন্দুরকানী উপজেলা বিএনপির সাবেক সভাপতি চুন্নুর ইন্তেকাল 

ইন্দুরকানী উপজেলা বিএনপির সাবেক সভাপতি চুন্নুর ইন্তেকাল 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক  বৃহত্তর বালিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান চুন্নু  (৭৫) বুধবার রাতে  বার্ধক্যজনিত কারণে পিরোজপুরের নিজ বাসায়  ইন্তেকাল করেন ( ইন্না ল্লিাহে --- রাজিউন)। 

মৃত্যুকালে তিনি  স্ত্রী ,এক ছেলে  ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন। তিনি বর্তমান চণ্ডিপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জুর বড় ভাই। 

তাঁর মৃত্যুতে জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেন, উপজেলা চেয়ারম্যান এম,মতিউর রহমান, সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী, সাবেক ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম,আহসানুল ছগির সহ  ইউনিয়ন পরিষদের  চেয়রম্যানগণ গভীর শোক প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার বাদ জোহর চণ্ডিপুর আজিজিয়া দাখিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়েছে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন