ভাণ্ডারিয়ায় সরস্বতী পূজা উদযাপন


পিরোজপুরের ভাণ্ডারিয়া বৃহস্পতিবার (২৬জানুয়ারি) দুপুরে মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের হিন্দু শিক্ষক, শিক্ষার্থীদের উদ্যোগে বাণী অর্চনার মধ্যদিয়ে হিন্দুধর্মাবলম্বীদের বিশ্বাস মতে বিদ্যার দেবী সরস্বতী পূজা উদযাপন করা হয়।
এ উপলক্ষে ধর্মীয় রিতি মেনে পূজার আনুষ্ঠানিকতায় বিদ্যার দেবী সরস্বতি মায়ের পায়ে পুষ্প, পপ্লবি হাতে করো জোড়ে অধীক জ্ঞাণ লাভের আঁশায় কলেজের শিক্ষক, কর্মকর্তা,কর্মচারী, শিক্ষার্থীরা শ্রদ্ধা ও ভক্তির সাথে অঞ্জলী প্রদান করেন। অন্যান্যের মধ্যে অঞ্জলী প্রদান করেন কলেজের প্রভাষক মানষ কুমার বিশ্বাস, অনিতা রানী কর্মকার,কর্মকর্তা স্বপন কুমার মন্ডল,মিলন চন্দ্র দাস সহ শিক্ষার্থীবৃন্দ।
পৌরহিত্য করেন সন্তোশ মুখার্জী। পরে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এসময় অনুষ্ঠান উপভোগ করেন প্রধান অতিথি কলেজের গভনির্ং বডির অন্যম সদস্য জেপির উপজেলা সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার।
আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গভনির্ং বডির সদস্য মহসীন মিয়া শাহিন, কলেজের প্রভাষক মো.খলিলুর রহমান,মো. আবুল বাসার, মো. এনায়েত হোসেন খোকন প্রমুখ।
এদিকে সকালে স্থানীয় বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুরূপ অনুষ্ঠানে পুষ্প,পপ্লবি হাতে করোজোড়ে অধীক জ্ঞাণ লাভের আঁশায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের সাথে অঞ্জলী প্রদান করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর।
এসময় অন্যান্যের মধ্যে অঞ্জলী প্রদান করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, সমাজ সেবা কর্মকর্তা ভবানী সংকর বল, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিমাদ্রী শেখর দেবনাথ, আতরখালী মানিক মিয়া কলেজের প্রভাষক বরুন কুমার দাস, মাটিভাঙ্গা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মায়া রানী রায় প্রমুখ।
এছাড়া উপজেলা কেন্দ্রীয় মদন মোহন জিউ মন্দিরে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কিরন চন্দ্র বসু এবং ৬৭নং নিজ ভাণ্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আদিত্য হালদার, বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়, আতরখালী কেশব লাল মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতষ্ঠিানে নানা আয়োজনে সরস্বতী পূজায় অঞ্জলী প্রদান করেন। পূজা শেষে সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এইচকেআর
