ঢাকা রবিবার, ১৩ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • খুনিকে কেন ধরা হচ্ছে না, প্রশ্ন তারেক রহমানের ঢাকায় সোহাগ খুনের দায় তারেক জিয়াকে গ্রহণ করতে হবে : ফয়জুল করীম যারা পুরাতন রাজনীতি করতে চায়, তাদের জন্য রাজনীতি আর সহজ হবে না: নাহিদ পুরান ঢাকার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার ৪ পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যা: সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো আমাদের আন্দোলন দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে : নাহিদ ইসলাম পিরোজপুরে সব ছাত্রী বিবাহিত, তাই পাস করেনি কেউ! আগের দিন আর নাই, জনাব- এই প্রজন্ম ছাড় দিতে পারে ছেড়ে দেবে না জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত কারাগারে
  • এখন থেকে একাই কলেজে যেতে পারবেন মাকসুদুর

    এখন থেকে একাই কলেজে যেতে পারবেন মাকসুদুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘদিন অন্যের সহযোগিতা নিয়ে কলেজে যাওয়া আসা করলেও এখন থেকে একাই যেতে পারবেন ভোলার কলেজছাত্র মাকসুদুর রহমান। তাকে একটি আধুনিক হুইল চেয়ার উপহার দেওয়া হয়েছে।

    রোববার (২৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক তৌফিক ইলাহী চৌধুরী তার হাতে হুইল চেয়ারটি তুলে দেন।

    মাকসুদুর রহমান ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শিবপুর গ্রামের মো. নুরন্নবীর ছেলে। তিনি ভোলা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

    পরিবার সূত্র জানায়, প্রায় ১২ বছর আগে রোগে আক্রান্ত হয়ে চলাফেরার শক্তি হারিয়ে ফেলেন মাকসুদুর রহমান। তারপরও প্রবল আগ্রহ ও নিজ চেষ্টায় রতনপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগ থেকে এসএসসি এবং আলতাজুর রহমান কলেজ থেকে এইচএসসি পাস করেন। বর্তমানে তিনি ভোলা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

    মাকসুদুর রহমান বলেন, তার বাবা একজন গরিব জেলে। চার ভাইবোনের মধ্যে তিনি সবার বড়। তার বাবা অনেক কষ্টে একটি অ্যানালগ হুইল চেয়ার কিনে দিয়েছিলেন। সে চেয়ারে অন্যের সহযোগিতা নিয়ে কলেজে যাতায়াত করতেন। এতে তার খুবই কষ্ট হতো। পরে তিনি জেলা প্রশাসকের কাছে একটি আধুনিক হুইল চেয়ারের জন্য আবেদন করেন। আজ সে চেয়ারটি পেয়েছেন। এতে তিনি খুব খুশি হয়েছেন। এখন থেকে কারও সহযোগিতা ছাড়াই একা কলেজে যাওয়া আসা করতে পারবেন।

    ভোলা জেলা প্রশাসক তৌফিক ইলাহী চৌধুরী বলেন, কলেজছাত্র মাকসুদুর রহমান তার সমস্যার কথা আমাকে জানায়। পরে তাকে একটি আধুনিক ডিজিটাল হুইল চেয়ার পাইয়ে দেওয়ার চেষ্টা করি। আজ জাতীয় সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে একটি ইলেকট্রিক হুইল চেয়ার তাকে দেওয়া হয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ