ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

Motobad news

বরগুনায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা

বরগুনায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনায় জেলা পর্যায়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বরগুনা স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বরগুনা-১ আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অ্যাথলেটিকস সকল বয়সের মানুষের জন্য আবশ্যক বিষয়। মোবাইল আসক্ত থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতায় গুরুত্ব দিতে হবে।

জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার আব্দুস ছালাম, অতিরিক্ত জেলা প্রশাসক ফয়সাল আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক আলমগীর হোসেন ও ছয় উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদকরা উপস্থিত ছিলেন।
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন