মঠবাড়িয়ায় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন


পিরোজপুরের মঠবাড়িয়ার মুন হাওলাদার নামে দশম শ্রেণীতে পড়–য়া এক স্কুল ছাত্রের মাছ চাষকৃত পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
এ ঘটনায় ওই স্কুল ছাত্র মঠবাড়িয়া থানায় অভিযোগ দিলে থানা পুলিশ বুধবার ঘটনাস্থল পরিদর্শণ করেন। মুন হাওলাদার উপজেলার দাউদখালী (খাসহাওলা) গ্রামের দুবাই প্রবাসি মামুন হাওলাদারের ছেলে। মুন হাওলাদার জন্মের সময়ই তার মাকে হাড়ায়।
অভিযোগ সূত্রে জানা যায়, মুনের সাথে তার প্রতিবেশী আল-আমিন, মাইনুল ইসলাম, নূরুল আমিন, নূর মোহাম্মদ, মনিরুল ইসলাম মামুনের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। তারা বিভিন্ন সময় স্কুল ছাত্র মুনকে বিভিন্ন ক্ষতিসাধন করার প্রকাশ্যে হুমকি দিয়েও আসছিলে। গত ৩১ জানুয়ারী মুন স্কুল থেকে বাড়িতে এসে দেখতে পায় তার পুকুরের অধিকাংশ মাছ মরে ভেসে রয়েছে। এতে তার ৩০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করে।
মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, মাছ মরে যাবার সত্যতা পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এএজে
