ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

Motobad news

দুই মাছ ধরার ট্রলারের সংঘর্ষে জেলে নিহত

দুই মাছ ধরার ট্রলারের সংঘর্ষে জেলে নিহত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার পাথরঘাটায় দুই মাছ ধরার ট্রলারের সংঘর্ষে এক জেলে নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় পাথরঘাটার জিনতলা  নামক গ্রামের কাছে বিষখালী নদীতে এ ঘটনা ঘটে। 

পাথরঘাটা থানা ও নিহতের স্বজনদের সুত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টায় বিষখালী নদীতে থাকা অবস্থায় আবদুল কাদের মিয়ার একটি ট্রলারের প্রপেলারে জঞ্জাল আটকে তা বন্ধ হয়ে যায়। ট্রলারের মালিকের ছেলে মো. রুবেল (৩০) ইঞ্চিন বন্ধ করে পরিষ্কার করছিলেন। এমন সময় নদীতে কুয়াশাচ্ছন্ন অন্ধকারে মো. চান মিয়া গাজির একটি ছোট ট্রলার পেছন থেকে থেমে থাকা ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। 

রুবেল অজ্ঞান হয়ে পড়লে তাকে তাৎক্ষণিক পাথরঘাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ হাসপাতালে রাত ২টায় মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার জানান, সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা রুজু হয়নি।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন