ঢাকা রবিবার, ১৩ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • খুনিকে কেন ধরা হচ্ছে না, প্রশ্ন তারেক রহমানের ঢাকায় সোহাগ খুনের দায় তারেক জিয়াকে গ্রহণ করতে হবে : ফয়জুল করীম যারা পুরাতন রাজনীতি করতে চায়, তাদের জন্য রাজনীতি আর সহজ হবে না: নাহিদ পুরান ঢাকার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার ৪ পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যা: সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো আমাদের আন্দোলন দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে : নাহিদ ইসলাম পিরোজপুরে সব ছাত্রী বিবাহিত, তাই পাস করেনি কেউ! আগের দিন আর নাই, জনাব- এই প্রজন্ম ছাড় দিতে পারে ছেড়ে দেবে না জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত কারাগারে
  • স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করা হচ্ছে: চরমোনাই পীর 

    স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করা হচ্ছে: চরমোনাই পীর 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধে অবদান ছিল যবকদের। ইতিহাস বিকৃত করে ভবিষ্যত প্রজন্মকে পথভ্রষ্ট করা হচ্ছে। কুত্তা নীতি অদক্ষ নীতি পশুণতি অনুসরণ করে দেশকে বিপথে পরিচালনা করার চেষ্ট হচ্ছে । এজন্য যুবকদের সজাগ থাকতে হবে।

    সোমবার সকালে বরগুনায়  আবু বকর সিদ্দিক (রা:) মডেল মাদরাসা অডিটেরিয়ামে ইসলামী য‍ুব আন্দোলন জেলা সম্মেলনে  প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

    ইসলামী যুব আন্দোলন বরগুনা জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান রূহানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে ‍উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মো. মাহবুবুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমেদ সাকী,  বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমিন, অর্থ ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক নাসির উদ্দিন খান, ইসলামী আন্দোলন বরগুনা শাখার সভাপতি ও পীর সাহেব কেওড়াবুনিয়া, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুর রহমান কাসেমী প্রমুখ। পরে  মাওলানা মো. রেজাউল করিম আকনকে সভাপতি ও এইচ এম আহমাদুল্লাহ্ কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ