ঢাকা বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় সেই অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

মঠবাড়িয়ায় সেই অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

১৫ দিনের ব্যবধানে পিরোজপুরের মঠবাড়িয়ায় ইলিয়াস মাতুব্বর নামে সেই প্রভাবশালীর ইটভাটায় পানি দিয়ে ও পিটিয়ে গুড়িয়ে দিলো প্রশাসন। 

মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলার পাঠাকাটা গ্রামে ওই অবৈধ ইট ভাটায় (পাজা) ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। 

এসময় লোকালয় ও ফসলি জমিতে কাঠ দিয়ে ইট পোড়ানোর অভিযোগে ইলিয়াস মাতুব্বরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে ৩০ হাজার কাঁচা ইট গুলিয়ে দেয়ার পাশাপাশি কাঠ দিয়ে পিটিয়ে সাজানো ভাটা গুড়িয়ে দেয়া হয়। ইলিয়াস মাতুব্বর ওই পাঠাকাটা গ্রামের আঃ রহমান মাতুব্বরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রভাবশালী ইলিয়াস মাতুব্বর পাঠাকাটা গ্রামে দীর্ঘ দিন ধরে পরিবেশ দুষণ করে অপরের জমি দখল করে কয়লার পরিবর্তে কাঠ দিয়ে ইট পুড়িয়ে আসছে। এলাকার লোকজন ইট না পোড়ানোর জন্য হাজার অনুরোধ করলেও কোন কর্নপাত করেনি। কালো ধোয়ায় এবং আগুনের তাপে আশপাশের বিভিন্ন ফলজ-বনজ, মৌসুমী সবজিসহ বিভিন্ন প্রকার গাছ-পালা পুড়ে গেছে।

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি ভৌমিক বলেন, লোকালয় ও ফসলি জমিতে কাঠ দিয়ে ইট পোড়ানোর অভিযোগে সম্প্রতি ইট ভাটা মালিক ইলিয়াস মাতুব্বরকে জরিমানা করা হয়েছিলো। সে সময় তিনি অবৈধ ভাটা করবেন না মর্মে মুসলেকাও দিয়ে ছিলেন। 

কিন্তু সবকিছু উপেক্ষা করে আবারও লোকালয় ও ফসলি জমিতে কাঠ দিয়ে ইট পোড়ানোর অভিযোগে মঙ্গলবার বিকেলে অবৈধ ইট ভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় অবৈধ ভাটা মালিক ইলিয়াস মাতুব্বরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় ও ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে ৩০ হাজার কাঁচা ইট গুলিয়ে দেয়ার পাশাপাশি কাঠ দিয়ে পিটিয়ে সাজানো ভাটা গুড়িয়ে দেয়া হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের কার্যক্রম অব্যাহত থাকবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন