ঢাকা বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

Motobad news

প্রধানমন্ত্রী বিশ্বের বিস্ময় সৃষ্টি করেছেন : প্রাণিসম্পদ মন্ত্রী

প্রধানমন্ত্রী বিশ্বের বিস্ময় সৃষ্টি করেছেন : প্রাণিসম্পদ মন্ত্রী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের বিস্ময় সৃষ্টি করেছেন। সারা পৃথিবীর মানুষ আজ দেখছে বিদ্রোহী কবি নজরুলের সেই বিখ্যাত কবিতার দুটি লাইন : একই বৃন্তে দুটি ফুল হিন্দু-মুসলমান, হিন্দু তার নয়নের মণি―মুসলমান তার প্রাণের সফল বাস্তবায়ন।

আজ শনিবার দুপুর ২টায় পিরোজপুর সার্কিট হাউস মিলনায়তনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ ম রেজাউল করিম বলেন, ‘আপনাদের নিশ্চয়ই মনে আছে, এ দেশে বিএনপির শাসনামলে সনাতন ধর্মাবলম্বীরা তাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায় প্রতিমার পরিবর্তে ঘটপূজা করতে বাধ্য হয়েছিল। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি ২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনে ষড়যন্ত্র করে ক্ষমতায় এসে জামায়াত-বিএনপি সরকার ধর্মীয় সংখ্যালঘুদের ওপর কী অমানুষিক বর্বর নির্যাতন চালিয়েছিল। আপনাদের সম্প্রদায়ের পূর্ণিমা, সীমাসহ অসংখ্য মেয়ে ও তাদের পরিবারের বুকফাটা ক্রন্দন আজও দেশের স্বাধীনতাপ্রিয় অসাম্প্রদায়িক মানুষ ভুলতে পারেনি।’

তিনি আরো বলেন, ‘বিএনপি-জামায়াত চক্র আবারও ষড়যন্ত্রে মেতে উঠেছে। স্বাধীনতাবিরোধী আলবদর, রাজাকাররা ৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় যে হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট এবং নারী নির্যাতন চালিয়েছিল তা পৃথিবীর ইতিহাসের একটি কলঙ্কের অধ্যায় হয়ে রয়েছে। এদের এবং সামরিক ছাউনিতে জন্ম নেওয়া বিএনপির সকল অপতৎপরতা রুখে দিতে হবে। একমাত্র বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার পক্ষেই সম্ভব হয়েছে সকল ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা। এই পরিবেশ যাতে বিনষ্ট না হয় সে জন্য শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের ধারাবাহিকতা প্রয়োজন।’

শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনাদের এ মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি চালু রাখার জন্য এবং আপনাদের বেতন-ভাতা নিয়মিত প্রদানের জন্য বর্তমান সরকার অনুমোদন দিয়েছে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই প্রকল্পটি চলমান রাখার বিষয়টি অনুমোদিত হয়েছে। শেখ হাসিনা থাকলে এটি কখনো বন্ধ হবে না। ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিশুদের নৈতিক শিক্ষা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করার এবং জাতির পিতার ত্যাগ তিতিক্ষাসহ কর্মময় সংগ্রামী জীবনের সকল ঘটনা এবং তার দেশপ্রেম শিশুদের জানাতে হবে। ফলে শিশুরাও দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে।’

পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুরঞ্জিত দত্ত লিটু এবং মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পিরোজপুরের সহকারী প্রকল্প পরিচালক প্রিয়াংকা সিকদার বক্তব্য দেন।

এতে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি আলহাজ আক্তারুজ্জামান ফুলু, জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিক, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন