বরগুনায় বিএনপির পদযাত্রায় পুলিশের বাধা


বরগুনার বেতাগী, বামনা ও পাথরঘাটা উপজেলা বিএনপি’র আয়োজনে ১০ দফা দাবিতে ইউনিয়ন পর্যায়ের পদযাত্রায় পুলিশের বাধা ও আওয়ামী লীগ কর্মীদের হামলার অভিযোগ উঠেছে।
বেতাগী উপজেলা বিএনপির আহ্বায়ক হুমাউন কবির জানান, বেলা ১১টার দিকে উপজেলার বিবিচিনি ইউনিয়নে নেতাকর্মীরা সমবেত হন। এসময় পুলিশ লাঠিচার্জ করলে ৮-১০ জন নেতাকর্মী আহত হয়।
হোসনাবাদ ইউনিয়নে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। মোকামিয়া ইউনিয়নে বিএনপির নেতা রফিকুল ইসলামের বাসায় আওয়ামী লীগ কর্মীরা হামলা ও ভাঙচুর করে বলে জানা গেছে। আর বামনায় পদযাত্রা কর্মসূচি পুলিশ পণ্ড করে দেয় বলে অভিযোগ করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ রানা বলেন, পরিকল্পিতভাবে আমাদের কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করে।
তিনি বলেন, শনিবার বেলা ১১টায় দলটির নেতাকর্মীরা উপজেলা সদরের কার্যালয় থেকে পদযাত্রা শুরু করলে পুলিশ বাধা দেয়। পরে তারা সদর ইউনিয়নের সোনাখালী বাজার থেকে পদযাত্রা শুরু করেন। পুলিশ সেখানে গেয়ে পুনরায় বাধা সৃষ্টি করে ব্যানার ছিনিয়ে নেন। এসময় পুলিশ নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ শুরু করলে পদযাত্রাটি পণ্ড হয়।
উপজেলা বিএনপি’র সভাপতি আবুল কালাম আজাদ রানা বলেন, আমার বাসা পুলিশ অবরুদ্ধ করে রাখেন। পরে বের হয়ে বিএনপি কার্যালয়ে যাই।
এছাড়া পাথরঘাটা উপজেলা বিএনপির কর্মীরা দলীয় কার্যালয়ে সমবেত হলে কার্যালয়ের ভেতরে যুবলীগ, ছাত্রলীগের কর্মীরা পুলিশের উপস্থিতিতে লাঠিসোঁটা নিয়ে প্রবেশ করে হামলা ও ভাঙচুর করে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ছয়জন আহত হয়েছে বলে দাবি করেন বিএনপির আহ্বায়ক ফারুক চৌধুরী।
তিনি বলেন, শান্তিভাবে অফিসে বসা অবস্থায় আওয়ামী লীগ কর্মীরা হামলা করেছে।
এছাড়া বরগুনার গৌরিচন্না ইউনিয়নের বিএনপির পদযাত্রা কর্মসূচি পুলিশের হামলায় পণ্ড হয়েছে বলে জানান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তালিমুল ইসলাম পলাশ।
এইচকেআর
