ঢাকা বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় খেলার মাঠ রক্ষার দাবিতে ৪ শিক্ষা প্রতিষ্ঠানের মানববন্ধন

 মঠবাড়িয়ায় খেলার মাঠ রক্ষার দাবিতে ৪ শিক্ষা প্রতিষ্ঠানের মানববন্ধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় সোবাহান শরীফ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যুদের কবল থেকে রক্ষার দাবিতে মানববন্ধন হয়েছে। 

রোববার (১২ ফেব্রুয়ারী) সকালে উপজেলার বাদুরা গ্রামে ওই স্কুল মাঠে আয়োজিত মানববন্ধনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও আশপাশের ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে খেলার মাঠ রক্ষার দাবিতে সোবাহান শরীফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র মিত্র’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আফজাল হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শহীদুল্লাহ আল মামুন, অভিভাবক সদস্য মো. টুকু পঞ্চায়েত, দশম শ্রেণীর শিক্ষার্থী তাসমিয়া আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ সোবাহান শরীফ এর প্রতিষ্ঠিত মিরুখালী ইউনিয়নের মধ্যে বাদুরা গ্রামের সোবাহান শরীফ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠটি অন্যতম। আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানে বড় মাঠ না থাকায় এ মাঠের ওপর সকলেই নির্ভরশীল। এছাড়াও এ মাঠে মাহফিল, মেলাসহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে। বর্তমানে স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যুরা মাঠটি দখলের পায়তারা চালচ্ছে। মাঠ রক্ষায় তাঁরা সংশ্লিষ্ট প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গের দৃষ্টি আকর্ষণ করছেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন