ঢাকা বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় নববধূ তন্বী হত্যা মামলার মূল আসামি ২ দিনের রিমাণ্ডে

মঠবাড়িয়ায় নববধূ তন্বী হত্যা মামলার মূল আসামি ২ দিনের রিমাণ্ডে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের মঠবাড়িয়ার মারিয়া আক্তার তন্বী (১৫) হত্যা মামলার প্রধান আসামি নিহতের স্বামী মিনহাজুল রহমান রাব্বি বর্তমানে ২ দিনের রিমান্ডে পুলিশ হেফাজতে রয়েছে। 

এর আগে তন্বী হত্যা মামলার পলাতক প্রধান আসামি রাব্বিকে মঠবাড়িয়া থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে বগুড়া জেলার শাজাহানপুর থানা পুলিশের সহযোগিতায় শজাহানপুর এলাকা থেকে গ্রেফতার করে গত ১ ফেব্রুয়ারী বুধবার মঠবাড়িয়া থানায় নিয়ে আসেন।

মামলার তদন্তকারি কর্মকর্তা মঠবাড়িয়া থানার এসআই জেন্নত আলী গ্রেফতারকৃত মিনহাজুল রহমান রাব্বিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমাÐ চেয়ে ১ ফেব্রæয়ারী মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেন। বিজ্ঞ বিচারক মো. কামরুল আজাদ শুনানী শেষে আসামি রাব্বির ২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

রাব্বি মঠবাড়িয়া পৌর শহরের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা অবসর প্রাপ্ত শিক্ষক মুজিবুর রহমানের ছেলে। নিহত তন্বী উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামের দুবাই প্রবাসি হাবিবুর রহমানের মেয়ে এবং মঠবাড়িয়া কেএম লতীফ ইনষ্টিটিউশনের দশম শ্রেণীর ছাত্রী।

নিহত তন্বীর ভাই মেহেদী হাসান (২৩) গত ২৪ জানুয়ারী মঙ্গলবার বাদি হয়ে বোনের স্বামী রাব্বি, শ^মুর মুজিবুর রহমান, শাশুড়ী শিরিন বেগম ও ননদ মাকসুদা আক্তার কে আসামী করে পরিকল্পিত হত্যার অভিযোগে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। থানা পুলিশ ওই দিনই রাব্বি ছাড়া ওই ৩ জনকে গ্রেফতার করেন।

মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার রিমান্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তের স্বার্থে এই মূহুর্তে কিছুই বলা সম্ভব নয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বুধবার (১৫ ফেব্রæয়ারী) আদালতে প্রেরণ করা হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন