ভাণ্ডারিয়ায় ১২অসচ্ছল মুক্তিযোদ্ধা পাচ্ছেন বীর নিবাস


আগামীকাল বুধবার সকাল দশ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে প্রথম পর্যায়ে ৩০হাজার অসচ্ছল ববীর মুক্তিযোদ্ধাদের আবাসন শীর্ষক প্রকল্প (বীর নিবাস)এর উদ্বোধন করবেন।
এতে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অর্থায়নে, উপজেলা প্রশাসন ও পি আই ও অফিসের বাস্তবায়নে ১৪লাখ ১০হাজার ৩৮২টাকা নির্মাণ ব্যায়ে চার কক্ষ বিশিষ্ট রান্না ঘর, বাথরুম সহ ১তলা বিশিষ্ট বীর নিবাস নামের পাকা ভবন পাবে ১২টি পরিবার।
এতে উপজেলার ১নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নে ২টি, ২নম্বর নদমুলা শিয়ালকাঠী ইউনিয়নে ২টি, ৩নম্বর তেলিখালী ইউনিয়নে ৩টি এবং ৫নম্বর ধাওয়া ইউনিয়নে ৩টি। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের পর এ উপজেলার ১২টি বীর নিবাসের চাবি হস্তান্তর করবেন ইউএনও সীমা রানী ধর বলে জানিয়েছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন।
এইচকেআর
