পাথরঘাটায় বিশ্ব ভালবাসা দিবসে ব্যাতিক্রমি উদ্যোগ

১৪ ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালবাসা দিবসে বরগুনার পাথরঘাটায় ৭ যুবক ব্যাতিক্রমি উদ্যোগ হাতে নিয়েছে।
মঙ্গলবার বিকাল থেকে রাত ৯ টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন অলিগলিতে এমন চিত্র দেখাগেছে।
ভালোবাসা দিবসে পাথরঘাটার অগ্রগামী যুব ফাউন্ডেশনের সদস্যরা দিনভর মানসিক ভারসাম্যহীন মানুষের পাশে ছিলেন। এই যুব ফাউন্ডেশনের কার্য নির্বাহী কমিটির সদস্য সংখ্যা ৩৫ জন।
এদের মধ্যে পাথরঘাটার ৭ নং ওয়ার্ডের গোলাম রাব্বি খান ও ফারদিন, উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চিন্ময় বড়াল, সদর ইউনিয়নের আরিফুল ইসলাম মুছা ও রিয়াদ হোসেন, ১ নং ওয়ার্ডের সিয়াম ও ৪ নং ওয়ার্ডের আলআমিন রনি। এদের উদ্যোগকে ইতিমধ্যে স্বাগত জানিয়েছে পাথরঘাটার বিভিন্ন সংগঠন।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্নয়ক মো. গোলাম রাব্বি খান জানান, মানসিক ভারসাম্যহীন ব্যাক্তিদের খুঁজে বের করি। কেহ নিরবে নিঃশব্দে বসে আছে, কেহ ঘুমিয়ে আছে। তাদেরকে পরম মমতায় ঘুমথেকে তুলে প্রত্যেকের হাতে ১ টি গোলাপ ফুল, একটি খাবারের প্যাকেট তাতে আছে সাদা ভাত, ২ পিস মুরগির গোস্ত ও ১ বোতল পানিয় তুলে দেই। যারা নিজ হাতে খেতে পারেনা তাদের পরম মমতায় খাইয়ে দেই ফাউন্ডেশনের সদস্যরা।
ছিন্নমূল মানুষের মুখে দু-মুঠো আহার তুল দেয়ার প্রচেষ্টা এই ভালোবাসা দিবসে আমাদের। তাঁরা বলেন মানসিক ভারসাম্যহীন মানুষগুলো ভালোবাসা দিবসে কতটা পরিতৃপ্ত তা বলে বোঝানো সম্ভব না।
ভালোবাসা দিবসে যেখানে অধিকাংশ মানুষ সারাদিন ঘুরে বেড়ায় প্রিয়জনদের নিয়ে। এদের ভালবাসার কেহ নেই এই কথা ভেবে আমাদের এ চেষ্টা। এখানে আমাদের স্বেচ্ছাসেবকগন আপ্রান চেষ্টা করেছে ভারসাম্যহীন অসহায় মানুষের মুখে দু-মুঠো আহার তুলে দেয়ার জন্য।
তাঁরা আরো বলেন অসহায় মানুষদের জন্য দোয়া রইল। আর এই অসহায় মানুষদের পাশে দাড়ানোর প্রত্যয় নিলাম এই বিশ্ব ভালবাসা দিবসে।
এইচকেআর