ঢাকা মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় ৩৭ হাজার ৩'শ ৪৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

মঠবাড়িয়ায় ৩৭ হাজার ৩'শ ৪৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

“ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান-শিশু মৃত্যুর ঝুঁকি কমান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পৌর সভাকক্ষে পরিকল্পনা ও অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৯ ফেব্রুয়ারী) সকালে মঠবাড়িয়া পৌরসভার আয়োজনে ও পৌর প্রশাসক মো. আজিজুল হক সেলিম মাতুব্বরের সভাপতিত্বে ভিটামিন ‘এ’ ক্যাপসুল সম্পর্কে অবহিত করেন মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস। 

আগামীকাল ২০ ফেব্রুয়ারী সোমবার মঠবাড়িয়া পৌর সভায় ও উপজেলা পর্যায় একযোগে “ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এসময় উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী প্রকৌশলী আব্দুল সালেক, হিসাব রক্ষক হাবিবুর রহমান, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা ইউনুস আলী, সাংবাদিক আবদুস সালাম আজাদী, শিক্ষক নাসির উদ্দিন, মাইনুল হোসেন, ইমাম মো. মাসুম বিল্লাহ, ইপিআই সুপার ভাইজার শামীম আহসান, শিরিন আক্তার, সেনেটারী কর্মকর্তা রাম কৃষ্ণ সাহা, সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস জানান, ২০ ফেব্রুয়ারী সোমবার একদিনে দুটি ক্যাটাগরিতে (৬ থেকে ১১ মাস ও ১২৫৯ মাস পর্যন্ত) মঠবাড়িয়া পৌরসভা ও উপজেলা পর্যায় মোট ৩৭ হাজার ৩'শ ৪৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খায়ানো হবে। এ মধ্যে পৌর সভায় ২ হাজার ৩'শ ৪৬ ও উপজেলার ইউনিয়ন পর্যায় ৩৫ হাজার শিশু।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন