ঢাকা বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

Motobad news

কাউখালীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

কাউখালীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ২০২২-২৩ আর্থিক সালে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মৎস্যজীবিদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ সহায়তা হিসাবে বকনা বাছুর বিতরণ করা হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলার সয়না রঘুনাথপুর ও আমরজুড়ী ইউনিয়নের ১৭ জন জেলেদের মাঝে ১৭টি বকনা বাছুর বিতরণ করেন। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু, সাধারন সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ, সাংবাদিক হাফেজ মাছুম বিল্লাহ, মৎস্যজীবি নেতা আব্দুল ওয়াদুদ, ইউপি সদস্য জেসমিন আক্তার প্রমুখ। 

উপজেলার মেঘপাল গ্রামের জেলে হাতেম শেখ জানান আমি বকনা বাছুরটি পেয়ে খুবই খুশি এবং আনন্দিত। এরপর থেকে মৎস্য শিকারে নিষেধাজ্ঞার সময় আমরা আর কখনো নদীতে জাল ফেলে মাছ শিকার করবো না। 
 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন