ঢাকা সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় আমিরুল হত্যাকারিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

মঠবাড়িয়ায় আমিরুল হত্যাকারিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে মাহফিল থেকে ফেরার পথে আমিরুল ইসলাম হাওলাদার (৪২) নামের এক প্রবাসিকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে গ্রামবাসি। 

রোববার সকালে উপজেলার চালিতাবুনীয় সরকারি প্রাথমকি বিদ্যালয় সম্মূখ সড়কে সহ¯্রাধিক বিক্ষুব্দ গ্রামবাসি ও নিহত প্রবাসির শোকার্ত পরিবারের সদস্যরা কালোব্যাজ ধারণ করে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশ গ্রহন করেন।

এসময় গ্রেফতারকৃত পাঁচ আসামির ফাঁসির দাবি জানিয়ে ইউনিয়ন আ.লীগ সভাপতি বজলুর রহমান খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাবেক ইউপি সদস্য কবির হোসেন, শিক্ষক মোকছেদ আলী, মাদ্রাসা শিক্ষক সাইফুল্লা বিন জাকারিয়া, নিহতের ভাই নূরুল ইসলাম, ফকরুল ইসলাম, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন ও নিহতের স্ত্রী সীমা আক্তার প্রমূখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা গ্রেফতারকৃত আসামিদের দ্রুত বিচার করে ফাঁসির জানিয়ে বলেন, সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে তুচ্ছ ঘটনায় গভীর রাতে প্রবাসি আমিরুল নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। হত্যাকারি পরিবারের আত্মীয় স্বজনরা মামলা তুলে নিতে নানাভাবে হুমকী দিয়ে আসছে।

উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি দিনগত রাত দুইটার দিকে মাহফিল থেকে বাড়ি ফেরার পথে উপজেলার দাউদখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামীণ সড়কে প্রবাসী আমিরুল হত্যা কাণ্ডের শিকার হন। পুলিশ ওই রাতে ঘটনাস্থল হতে নিহতর লাশ উদ্ধার। নিহত আমিরুল ইসলাম উপজেলার চালিতাবুনীয় গ্রামের মোকসেদ আলী হাওলাদার এর ছেলে। সে দুই সন্তানের জনক।  

এ ঘটনায় নিহত আমিরুলের বড় ভাই নূরুল ইসলাম বাদি হয়ে ঘটনার পর দিন ২২ ফেব্রুয়ারী বুধবার ৫ জন নামীয় ও অজ্ঞাত ৫ জনের বিরুদ্ধে মামলা করেন। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন