ঢাকা সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় জাপা নেতাকে হত্যা চেষ্টা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

মঠবাড়িয়ায় জাপা নেতাকে হত্যা চেষ্টা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় পার্টির (এরশাদ) নেতা শফিকুল ইসলামকে কুপিয়ে পা বিচ্ছিন্ন করে হত্যা চেষ্টার মামলায় মাহিন্দ্রা চালক বাচ্চু মিয়া (২৭) নামের আরও এক পালাতক আসামি গ্রেপ্তার হয়েছে। 

মঠবাড়িয়া থানা পুলিশ বুধবার (১৫ মার্চ) রাতে ঢাকার কেরানিগঞ্জ থানার হাসনাবাদ টিকুরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। প্রেপ্তারকৃত বাচ্চু মিয়া পার্শ্ববতী ভান্ডারিয়া উপজেলার থানার ইকরী গ্রামের লাল খাঁর ছেলে। 

মামলার তদন্তকারি কর্মকর্তা মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, গ্রেপ্তারকৃত বাচ্চু মিয়া এজাহারভুক্ত আসামি না হলেও তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এর আগে মূল আসামি ইয়াসিনকে ঢাকা লালবাগ থানাধীন বেড়িবাধ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ইয়াসিন তুষখালী গ্রামের মো. হাফেজ খানের ছেলে। আদালতে ১৬৪ ধারায় জবান বন্দিতে এ ঘটনায়  হাফিজ জড়িত থাকার কথা স্বীকার করেছে। 

মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, প্রেপ্তারকৃত বাচ্চু মিয়াকে ১৬৪ ধারায় জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। 

উল্লেখ্য- গত ২৯ সেপ্টেম্বর জাতীয় পার্টি নেতা শফিকুলকে কুপিয়ে বাম পা বিচ্ছিন্ন করা হয়। এ ঘটনায় আহত শফিকুলের মা মমতাজ বেগম বাদি হয়ে ৩০ সেপ্টেম্বর ৫ জন নামীয় ও অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে  থানায় মামলা করেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন