ঢাকা সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় বিএনপির আনন্দ মিছিল

মঠবাড়িয়ায় বিএনপির আনন্দ মিছিল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির নব গঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব আবু বকর সিদ্দিক বাদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। 

বৃহস্পতিবার দুপুরের পৌর শহরের বহেরাতলা বাসষ্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে সমবায় মার্কেটস্থ দলীয় কার্যালয় আলোচনা সভায় মিলিত হয়। এসময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন।

গত সোমবার মঠবাড়িয়ার সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলালকে আহ্বায়ক ও  আবু বকর সিদ্দিক বাদল সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব। কমিটির অনান্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক মো শামীম মৃধা, সালাহ উদ্দিন ফারুক, জালাল উদ্দিন মৃধা, আ ম মাহবুবুল ইসলাম, জসীম উদ্দিন ফরাজী ও গোলাম মোস্তফা, সাবেক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবুল সদস্য।

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, মঠবাড়িয়া উপজেলা বিএনপির কমিটির মেয়াদ অনেক আগে শেষ হওয়ায় ৯ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সাত দিনের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি কমিটি উপজেলা কমিটির আহ্বায়ককে জমা দিতে বলা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে উপজেলা কমিটির সম্মেলন করার জন্য বলা হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন